দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের জননতন্ত্রের নানা সমস্যা ইদানীং কালে যেন ঘরে ঘরে বাড়ছে। এর ফলে শারীরিক অসুস্থতা তো বটেই, সেই সঙ্গে বড় সমস্যা হয়ে উঠছে বন্ধ্যত্ব (Infertility)। বহু দম্পতি ভুগছেন গর্ভধারণ না করতে পারার সমস্যায়। অথচ একটু সুস্থ জীবনযাপন, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ও এক্সারসাইজের অভ্যেস কিন্তু মেয়েদের অনেক ক্ষেত্রেই সুস্থতা এনে দিতে পারে। বন্ধ্যত্বের ক্ষেত্রে ঠিক কোন কোন সমস্যা বড় বাধা হয়ে হয়ে ওঠে? এই বিষয় নিয়ে কথা বললেন ক্রেডেল ফার্টিলিটি সেন্টারের স্ত্রীরোগ ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডক্টর এস এম রহমান।
ডাক্তারবাবু বিস্তারিত আলোচনায় বুঝিয়ে বললেন, ইনফার্টিলিটি কাকে বলে? বন্ধ্যত্বের সমস্যা দেখা দিলে, ছেলেদের কী কী টেস্ট করা হয়, মেয়েদের ক্ষেত্রেই বা কী কী পরীক্ষা করে দেখা হয়? পরীক্ষার পরে কোনও সমস্যা বেরোলে তার চিকিৎসা কী, সে কথাও বুঝিয়ে বলেছেন তিনি। একইসঙ্গে আলোচনায় উঠে এসেছে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফের কথাও।