
বন্ধ্যত্ব: মেয়েরা কিন্তু একা দায়ী নয়, পুরুষদের কী কী ফ্যাক্টর কাজ করে?
গুড হেলথ ডেস্ক: আমাদের সমাজে বন্ধ্যত্ব খুব বড় সমস্যা। দিনে দিনে এই সমস্যা বাড়ছে। সাধারণত বন্ধ্যত্বের জন্য মহিলাদেরই বেশি দায়ী করা হয়। কিন্তু দেখা গেছে, ৫০ শতাংশ বন্ধ্যত্বের কারণ মেল-ইনফার্টিলিটি ফ্যাক্টর (Male Infertility)। সন্তানধারণের জন্য যেমন সুস্থ ও স্বাভাবিক ডিম্বাশয় ও উৎকৃষ্ট ডিম্বাণু প্রয়োজন, তেমনই সুস্থ-সচল শুক্রাণুও দরকার। কাজেই বন্ধ্যত্ব মহিলাদের একার সমস্যা নয়। ছেলেদেরও একাধিক ফ্যাক্টর রয়েছে (Male Infertility)। এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করলেন ক্রেডেল ফার্টিলিটি সেন্টারের স্ত্রীরোগ ও বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডক্টর এস এম রহমান।
ডাক্তারবাবু বলছেন, একজন পুরুষের স্পার্ম কাউন্ট হওয়া দরকার ১৫ মিলিয়ন/ মিলিলিটার। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও অনিয়ন্ত্রিত লাইফস্টাইলের কারণে স্পার্ম কাউন্টে হেরফের হচ্ছে। বন্ধ্যত্বের কারণ যদি খতিয়ে দেখা হয়, তাহলে বোঝা যাবে বন্ধ্যত্বের সমস্যার জন্য এক তৃতীয়াংশ ক্ষেত্রে শুধু মহিলারা, এক তৃতীয়াংশ ক্ষেত্রে পুরুষরা ও এক তৃতীয়াংশ ক্ষেত্রে উভয়েই দায়ী। পুরুষদের ক্ষেত্রে নানারকম ফ্যাক্টর(Male Infertility) বন্ধ্যত্বজনিত সমস্যার কারণ হয়ে উঠতে পারে। যেমন– ইরেকটাইল ডিসফাংশন বা ইজাকুলেশনে সমস্যা থাকলে, অতিরিক্ত ধূমপান ও অ্যালকোহলের নেশা, ছোটবেলায় কোনও রকম ভাইরাল ইনফেকশন হলে, টেস্টিস বা শুক্রাশয়ে কোনও রকম সার্জারি হয়ে থাকলে।
বন্ধ্যত্ব: কখন বুঝবেন সমস্যা, কী কী পরীক্ষা, চিকিৎসাই বা কী, বুঝিয়ে বললেন ডাক্তারবাবু
পুরুষজনিত বন্ধ্যত্ব সারানো সম্ভব। ডাক্তারবাবু বলছেন, স্পার্মের স্যাম্পেল নিয়ে তাতে অ্যাবনর্মাল সিমেন প্যারামিটার কতটা আছে সেটা পরীক্ষা করে দেখা হয়। যদি নর্মাল সিমেন প্যারামিটার থাকে এবং তার পরেও বন্ধ্যত্বের সমস্যা থাকে তাহলে এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন এবং কিছু জেনেটিক টেস্ট যেমন ক্যারিওটাইপ, ওয়াই ক্রোমোজোম মাইক্রোরিলেশন করা হয়। টেস্টের রিপোর্ট দেখে সিমেন প্যারামিটার অনুযায়ী মাইল্ড ও সিভিয়ার মেল ফ্যাক্টর–এই দুইভাগে ভাগ করা হয়। শুক্রাণুর ঘনত্ব, স্পার্ম কাউন্ট, স্পার্ম কনসেনট্রেশন, স্পার্ম মটিলিটি, ভাইটালিটি, মরফোলজি ইত্যাদি নানা ফ্যাক্টর দেখে নিতে হয়। ডাক্তারবাবু বলছেন আইইউআই (ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন), ইকসি বা ইন্ট্রা-সাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশন ইত্যাদি নানারকম থেরাপি দিয়ে পুরুষ বন্ধ্যত্ব (Male Infertility) সারানো যায়। এর সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশনও জরুরি।
বন্ধ্যত্ব: কেন বাড়ছে? সমাধান কীসে? দেরিতে সন্তান চাইলে কী করবেন বুঝিয়ে বললেন ডাক্তারবাবু