দেশে প্রথম মাঙ্কিপক্সের টেস্ট কিট এল, কীভাবে ব্যবহার করবেন

গুড হেলথ ডেস্ক

মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়ছে দেশে। করোনা, মাঙ্কিপক্স এবং একই সঙ্গে টম্য়াটো ফ্লু-র সংক্রমণ হানা দেওয়ায় কী অসুখ হচ্ছে তা বুঝতেই সমস্যা হচ্ছে। করোনার অনেক রকম টেস্ট কিট বেরিয়ে গেছে। এই প্রথমবার মাঙ্কিপক্সের সংক্রমণ শণাক্ত করার জন্য টেস্ট কিট এল দেশের বাজারে।

ন্নাইয়ের একটি বেসরকারি বায়োমেডিক্যাল সংস্থা এই আরটি-পিসিআর টেস্ট কিটটি তৈরি করেছে। ট্রানসিয়া বায়ো-মেডিক্যাল নামে এই সংস্থা আরটি-পিসিআর টেস্ট কিট এনেছে যাতে রোগীর নমুনা দিয়ে ভাইরাল স্ট্রেন শণাক্ত করা যাবে।

কোম্পানির প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অজয় কুমার সুদ বলছেন, এই টেস্ট কিট (Transasia-Erba monkeypox RT-PCR kit) দিয়ে উপসর্গহীন রোগীদেরও চিহ্নিত করা সম্ভব।

 monkeypox

কিট প্রস্তুতকারক সংস্থার দাবি, প্রথম বার পরীক্ষাতেই শনাক্ত করা যাবে মাঙ্কিপক্স। চার রকম রঙের ফ্লুরোসেন্স মার্কার রয়েছে এই কিটে। মাঙ্কিপক্সের ভাইরাসের স্ট্রেন ধরা পড়বে পরীক্ষায়। রোগীর থেকে নমুনা নিয়ে এই টেস্ট কিটে ফেললে যদি ভাইরাল স্ট্রেন থাকে তাহলে ধরা যাবে সহজেই।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর বলরাম ভার্গব বলছেন, এই টেস্ট কিটের ক্লিনিকাল ট্রায়াল করে দেখা হয়েছে। দেশের বাজারে কম দামে আনার চেষ্টা হচ্ছে।

মাঙ্কিপক্সের সংক্রমণ হলে  লসিকা গ্রন্থি ফুলে যাবে। সারা গায়ে চাকা চাকা র‍্যাশ বের হবে। সেই সঙ্গেই কাঁপুনি দিয়ে জ্বর আসবে। এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ২-৩ দিন। সংক্রমণ ছড়ানোর তিন দিনের মাথায় ধূম জ্বর আসবে রোগীর। মানুষের শরীরে বা কোনও সারফেসে এই ভাইরাস ২১ দিন অবধি বেঁচে থাকতে পারে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, স্মলপক্স ভ্যাকসিন যারা নেয়নি তাদের ভয় বেশি। তাই শিশুদের আগে এই ভ্যাকসিন দেওয়ার ব্য়বস্থা করতে হবে।  বাচ্চাদের এই ভাইরাল সংক্রমণের সম্ভাবনা বেশি। পাঁচ বছরের নীচের বাচ্চারাও রয়েছে হাইরিস্ক গ্রুপে। তাই এখন থেকেই সাবধান হতে হবে। বিজ্ঞানীরা বলছেন, এক জন অন্য জনের ঘনিষ্ঠ সংস্পর্শে এলে, বিশেষ করে ত্বকের সংস্পর্শে এলে এই রোগ ছড়িয়ে পড়ে। বড়দের থেকে সংক্রমণ ছড়াতে পারে বাচ্চাদের মধ্য়েও।